মোদের গরব মোদের আশা, এই আমাদের পাঠশালা।
এসো বন্ধু মিলিত হয় প্রাণোচ্ছল উৎসবে।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত মেজর জেনারেল মাহমুদুল উচ্চ বিদ্যালয় এরই মধ্যে ২৫ বছর অতিক্রম করলো। এ সুদীর্ঘ সময়ে অসংখ্য শিক্ষার্থী এ বিদ্যাপীঠ থেকে বিদ্যার্জন করে দেশ-বিদেশে মানুষের সেবায় নিজেদের নিবেদিত করেছে।
২৫ বছরের এ অসাধারণ যাত্রাকে স্মরণ করার জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে- প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী-২০২৪ এবং রজত জয়ন্তী। এ সুবিশাল অনুষ্ঠান আয়োজিত হবে আসন্ন ডিসেম্বরে সম্ভাব্য তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
স্কুলের যাত্রা থেকে সর্বশেষ ২০২৪ সাল পর্যন্ত যেকোন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করতে পারবে। স্কুল থেকে এসএসসি পাশ করতেই হবে, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এরকম কোন বাধ্যবাধকতা নেই; স্কুলে যেকোন মেয়াদে অধ্যয়ন করা শিক্ষার্থীই অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীর পাশাপাশি, তাঁর পরিবারের সদস্যরাও যোগ দিতে পারবেন।
প্রাক্তন শিক্ষার্থীর ফিঃ ১০০০ টাকা। অতিরিক্ত গেস্ট থাকলে তাদের জন্য মাথাপিছু 1000 টাকা ফি দিতে হবে।
অধ্যয়নরত শিক্ষার্থীর জন্যে ফিঃ ৫০০ টাকা।
অনলাইন রেজিস্ট্রেশন ব্যাতীত ম্যানুয়াল কোন রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য নয়। কোন ম্যানুয়াল রেজিস্ট্রেশনের দ্বায়িত্ব আয়োজক কমিটি নিবেননা।
নিজে রেজিস্ট্রেশন করুন, অন্য বন্ধু-জুনিয়র-সিনিয়রদের জানান। দেখা হবে সবার সাথে …।।
অনলাইনে নিবন্ধন শুরুঃ ইদ-উল আজহা, ২০২৪
শেষ সময়ঃ ডিসেম্বর, ২০২৪
ফিসঃ প্রাক্তনদের জন্যেঃ ১০০০৳ এবং অধ্যয়নরতদের জন্যে ৫০০৳
সকালবেলায় টি-শার্ট, ক্যাপ এবং মগ বিতরণ; পরিচিতি ও আলোচনা সভা, দুপুরবেলা খাবার পরিবেশন ও একটি পানি ও কোমল পানীয়, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
মোঃ আব্দুল হামিদ মিয়া
প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়
ফোনঃ ০১৭১২-৮৯৮৪৬১
আসিফুল ইসলাম আসিফ
সভাপতি, বিদ্যালয় পরিচালনা পরিষদ ও আহ্বায়ক, পুনর্মিলনী ও রজত জয়ন্তী বাস্তবায়ন কমিটি
এস.এস.সি ব্যাচ- ২০০৬ ইং
ফোনঃ ০১৭৬৭-৭৬৩৩৩৩
মোঃ শহিদুল ইসলাম
বাস্তবায়ন কমিটির সদস্য ও আইটি সাপোর্ট
ফোনঃ ০১৬২৬-৩১০৬১৭ (WhatsApp)
এস.এস.সি ব্যাচ- ২০০৩ইং
আসিফুল ইসলাম আসিফ
সভাপতি, বিদ্যালয় পরিচালনা পরিষদ ও আহ্বায়ক, পুনর্মিলনী ও রজত জয়ন্তী বাস্তবায়ন কমিটি
এস.এস.সি ব্যাচ- ২০০৬ ইং
ফোনঃ ০১৭৬৭-৭৬৩৩৩৩
মোঃ সোহেল মিয়া
বাস্তবায়ন কমিটির সদস্য
এস.এস.সি ব্যাচ- ২০০০ ইং
ফোনঃ ০১৭১২-৫২০৫৮০
মোঃ শহিদুল ইসলাম
বাস্তবায়ন কমিটির সদস্য ও আইটি সাপোর্ট
ফোনঃ ০১৬২৬-৩১০৬১৭ (WhatsApp)
এস.এস.সি ব্যাচ- ২০০৩ ইং
হায়দার আলী
বাস্তবায়ন কমিটির সদস্য
ফোনঃ ০১৭৯৬-৬৮৭০৩৭
এস.এস.সি ব্যাচ- ২০১৩ ইং
জুয়েল রানা
বাস্তবায়ন কমিটির সদস্য
ফোনঃ ০১৭৬৩-৫৭৬৩৫১৮
এস.এস.সি ব্যাচ- ২০১৪ ইং
All rights reserved © mjmhhs.com || Developer Sohanoor Rahman